Main Menu

চীনের উইঘুরে মসজিদ ধ্বংস বন্ধের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

+100%-

চীনের উইঘুরে মুসলিমদের মসজিদ ধ্বংস বন্ধসহ বন্দী উইঘুর মুসলিমদের উদ্ধারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবার সকালে শহরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসর সামনে উইঘুর মুসলিম সমর্থক অধিকার সংরক্ষণ পরিষদ এই কর্মসূচী পালন করে। এতে সংগঠনের আহ্বায়ক শরীফ আহমেদ সিজারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামি ঐক্য জোটের যুগ্ম সম্পাদক মুফতী এনামুল হাসান, নেতা ক্বারী আনিস, উইঘুর মুসলিম সমর্থক অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার মাষ্টার প্রমূখ।

এ সময় বক্তারা, চীনের উইঘুরে মুসলিমদের ধর্ম পালনে নিষেধাজ্ঞার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উইঘুরে মুসলিমদের মসজিদ ধ্বংস বন্ধসহ বন্দী উইঘুর মুসলিমদের উদ্ধারের দাবী জানান। পরে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।


Shares