Main Menu

চিরনিদ্রায় শায়িত সাবেক গণপরিষদ সদস্য এমদাদুল বারী

+100%-

চিরনিদ্রায় শায়িত হলেন ব্রাহ্মণবাড়িয়ার বর্ষীয়ান আ’লীগ নেতা, সাবেক গণপরিষদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক, মহান মুক্তিযুদ্ধের দক্ষিণ-পূর্ব রণাঙ্গনের প্রচার দপ্তরের সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি সৈয়দ একেএম এমদাদুল বারী।

মঙ্গলবার (৮ই সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া উপজেলার নিজ গ্রাম রাণীখারে তৃতীয় নামাজে জানাযা শেষে পূর্বপাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

৮৫ বছর বয়সী এই প্রবীণ নেতা সোমবার সন্ধ্যা ৬:৫০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এর আগে মঙ্গলবার সকাল ১০টায় মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠকের নামাজে জানাযা ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়াস্থ পিটিআই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এরপর বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি আখাউড়া উপজেলার রাণীখারে নেয়া হয়। সেখানে তৃতীয় জানাযার আগে আখাউড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৩৫ সালের ২৩ নভেম্বর আখাউড়া উপজেলার রাণীখার গ্রামের সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে জন্ম নেওয়া এমদাদুল বারী ৩৫ বছর বয়সে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে ১৯৭০ সালে গণপরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।


Shares