Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের জামাত সকাল ৮টায়

চাঁদ দেখা গেছে, কাল খুশীর ঈদ

+100%-

রমজানের রোজার শেষে খুশির সওগাত নিয়ে এলো ঈদ উল ফিতর। রবিবার ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া সহ সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর।

ঈদুল ফিতরে ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের প্রধান জামাত শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ ময়দানে সকাল আটটায় অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া হলে একই সময় ঈদের প্রধান জামাত জেলা জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ঈদের জামাত অনুষ্ঠিত হবে শহরের  টেংকের পাড় ঈদগাহ ময়দানে সকাল ৯ টায়, ভাদুঘর শাহী জামে মসজিদ প্রাঙ্গণ, ভাদুঘর ফাটা পুকুরপাড় ঈদগাহ ময়দান, শেরপুর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮ টায়, গোকর্ণ লঞ্চ ঘাট ঈদগাহ ময়দান, কাউতলী স্টেডিয়াম সংলগ্ন মাঠে পৃথক পৃথক ঈদের জামাত পৃথক সময়ে অনুষ্ঠিত হবে।






Shares