Main Menu

চলে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় এসপি মিজান, আসছেন এসপি আনোয়ার

+100%-

চলেই যাচ্ছেন তিনি। চলে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার তুমুল জনপ্রিয় পুলিশ সুপার মো: মিজানুর রহমান পিপিএম (বার)। ব্রাহ্মণবাড়িয়ায় তিনি ২ বছর ১০ মাসেরও অধিক সময় চাকুরী করেছেন। যদিও ২০১৭ সালের ৮ নভেম্বর অতিরিক্ত ডিআইজি হওয়ার পর তাকে পুলিশ সদর দফতরে পদায়ন করা হয়েছে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পুলিশ সুপার পদায়ন না হওয়ায় তিনি পুলিশ সুপার পদে দ্বায়িত্ব পালন করছিলেন।

এদিকে, নতুন পুলিশ সুপার হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জের সাবেক পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান, বিপিএম, পিপিএম। ১৯ তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা বর্তমানে এআইজি হিসেবে পুলিশ সদর দফতরে সংযুক্ত ছিলেন। ৯ এপ্রিল সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির এ আদেশ জারি করে সরকার। আদেশে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অবিলম্বে এ আদেশ কার্যকর করার কথা বলা হয়েছে।


Shares