Main Menu

গাড়িতে এনবিআরের স্টিকার লাগিয়ে মাদক পাচারকালে যুবক আটক

+100%-

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) স্টিকারযুক্ত গাড়িতে করে পাচারকালে ৯০ কেজি গাঁজাসহ আল আমিন (২৩) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার দুপুর সোয়া ১টার দিকে পৌরশহরের বর্ডার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আল আমিন পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল পৌরশহরের বর্ডার বাজার এলাকায় অভিযান চালায়। এসময় এনবিআরের স্টিকারযুক্ত একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আল আমিনকে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত গাঁজাগুলো জেলার কসবা উপজেলা থেকে ঢাকায় পাচার করার জন্য গাড়িতে এনবিআরের স্টিকার লাগানো হয়েছিলো। প্রকৃতপক্ষে গাড়িটি এনবিআরের গাড়ি নয়। এ ঘটনায় আটক যু্বকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।






Shares