Main Menu

কসবায় আ’লীগের কমিটি থেকে খুনি-জামায়াত-বিএনপির লোক বাদ দেয়ার দাবি

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় কসবা উপজেলা আওয়ামীলীগের কমিটিতে ত্যাগী ও সিনিয়র নেতাদের অন্তর্ভূক্ত করে কমিটি অনুমোদনের দাবীতে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে ত্যাগী নেতাকর্মীবৃন্দের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন কসবা উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মোঃ লুৎফুর রহমান।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে কসবা উপজেলা আওয়ামীলীগের আসন্ন কমিটিতে পূর্ণাঙ্গ কমিটির যে তালিকা অনুমোদনের জন্য জেলা কমিটির কাছে দেয়া হয়েছে তাতে আওয়ামীলীগ আদর্শের পরিপন্থীদের অন্তর্ভূক্ত করা হয়েছে খবর পাওয়া গেছে। কমিটিতে খুনি পরিবারের সদস্য, জামায়াত-বিএনিপর লোকজন রয়েছে। এ সময় তিনি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের পূর্বে আওয়ামীলীগের আদর্শ পরিপন্থীদের তালিকা থেকে বাদ দিয়ে দলের ত্যাগী ও সিনিয়র নেতাদের নাম অনুর্ভূক্ত করার দাবী জানান।

সংবাদ সম্মেলনে বিনাউটি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ওসমান গণি খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ রঙ্গন চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।


Shares