Main Menu

ওসির পর এবার এসবির এএসপিকে বদলি

+100%-

হেফাজতে ইসলামের চালানো তাণ্ডবের এক মাস পূর্ণ হওয়ার দিনে গতকাল সোমবার (২৬ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আবদুর রহিমকে রংপুরে বদলি করা হয়। এর এক দিন পর জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আলাউদ্দিন চৌধুরীকেও বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) বদলি করে আদেশ জারি করে পুলিশ সদর দফতর।

এর আগে সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আবদুর রহিমকে রংপুর রেঞ্জে সংযুক্ত করে পুলিশ সদর দফতর থেকে বদলির আদেশ দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন বদলির বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে জানান, এটি নিয়মিত বদলি।সূত্র: ঢাকা পোস্ট


Shares