Main Menu

আগামী ১৪ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ

+100%-

সোমবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আগামী ১৪ জুলাই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বশিরুল হক ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক আলহাজ্ব আজিজুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, এডঃ ইসহাক, কমরেড নজরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রেসক্লাবের ক্রীড়া ও পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, সাংবাদিক মোঃ মনির হোসেনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

সভায় জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে করতে চাই। আমাদের এই ঐতিহ্যবাহী নৌকা বাইচের ঐতিহ্য সকলে সম্মিলিতভাবে ধরে রাখতে হবে।






Shares