Main Menu

এ ল্যাবের মাধ্যমে সাংবাদিকতায় নতুন প্রাণের সঞ্চার হবে:: প্রেসক্লাবে কম্পিউটার ল্যাব উদ্বোধনকালে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন

+100%-

press clubজেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, প্রেসক্লাবে কম্পিউটার ল্যাবের মাধ্যমে সাংবাদিকতায় নতুন প্রাণের সঞ্চার হবে। সাংবাদিকরা সব সময় অগ্রসর হয়ে থাকে। বর্তমান সরকারও আইসিটি সেক্টরের ব্যাপক উন্নয়ন করেছে। সাংবাদিকরা এ থেকে পিছিয়ে নেই। তিনি সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধিতেও আধুনিক প্রযুক্তি ব্যাপকভাবে সাহায্য করে। তিনি প্রধানমন্ত্রী কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ব্যাপক উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জেলা পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব অত্যন্ত গতিশীল ও আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ একটি প্রতিষ্ঠান। যা দেশে বিরল। এ সময় তিনি প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। গতকাল ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কম্পিউটার ল্যাব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামির পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও গবেষক মুহম্মদ মুসা, মোহাম্মদ আরজু, সিনিয়র সাংবাদিক মনজুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আ.ফ.ম কাউসার এমরান, সহ-সভাপতি আল-আমীন শাহীন, দপ্তর সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ইব্রাহীম খান সাদাত, নিয়াজ মুহম্মদ খান বিটু ও উজ্জ্বল চক্রবর্তী। পরে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন।প্রেস রিলিজ






Shares