Main Menu

এ বছর জেলা শিল্পকলা একাডেমীর সম্মাননা পাচ্ছেন যারা

+100%-


গত ১নভেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা-২০১৭ প্রদান কমিটির এক সভা ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় এ বছর সম্মাননা পাওয়া ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। নাট্যকলায় প্রফেসর আব্দুন নূর, লোক সংস্কৃতিতে কবি জয়দুল হোসেন, যন্ত্র সঙ্গীতে সাধন দেবনাথ, সঙ্গীতে পীযুষ কান্তি আচার্য্য ও ফটোগ্রাফিতে নরেশ চন্দ্র বণিক। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, বিশিষ্ট নাট্যকার সাংবাদিক মনজুরুল আলম, অধ্যাপক মানবর্দ্ধন পাল, আনোয়ারা বেগম, শিল্পী সন্ধ্যা রায়, প্রানতোষ চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এস আর এম ওসমান গণি সজিব প্রমুখ।


Shares