Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম বিলির্য়াড টুর্নামেন্ট-চ্যাম্পিয়ন হলেন ইজাজ আহমেদ

ইনডোর গেম এর পাশাপাশি তরুনদের খেলার মাঠ তৈরী করে দিতে হবে। ———–চেম্বার সভাপতি মোঃ আজিজুল হক

+100%-

প্রথমবারের মত অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া বিলিয়ার্ড সেন্টারের আয়োজনে বিলিয়ার্ড টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গতকাল মধ্যপাড়া বাইপাস রোডে এমআর টাওয়ারে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া বিলিয়ার্ড সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব মোঃ আজিজুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর) মোঃ আবু সাঈদ, দি আল বারাকাহ হসপিটালের সনোলজিস্ট ডাঃ মোঃ আল আমিন (শিমুল)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া বিলিয়ার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান, চেম্বার পরিচালক রেজুয়ানুল হক (মনি)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঝিলমিল প্রতিষ্ঠাতা পরিচালক মনিরুল ইসলাম শ্রাবণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন বিজ্ঞান ও প্রযুক্তির ক্রমবর্ধমান প্রসার এবং মোবাইল গেম এর মাত্রারিক্ত ব্যহারের ফলে আমাদের দেশের শিশু ও তরুন সমাজ শারিরিক কসরতমূলক খেলাধুলা থেকে ধূরে সরে যাচ্ছে। ফলে তারা শারিরিক ও মানুষিক ভাবে সুস্থ সবল হচ্ছে না। যা আমাদের দেশের ভবিষ্যতের জন্য খুবই দুঃচিন্তার বিষয়। দেশের ভাবিষ্যত ও তরুন সমাজকে সুস্থ-সবল জাতী হিসেবে তৈরী করতে হলে তাদেরকে অবশ্যই কায়িক শ্রম হয় এমন খেলার প্রতি মোনযোগী করে তুলতে হবে। এজন্য বিভিন্ন ইনডোর গেম এর পাশাপাশি তাদের খেলার মাঠ তৈরী করে দিতে হবে। তিনি এ বিষয়ে সমাজের দায়িত্বশীলদের যতœবান হওয়ার আহবান জানান। টুনার্মেন্ট বিভিন্ন উপজেলার ১৬ জন খেলোয়ারকে হারিয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রথম বিলিয়ার্ড চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে কাজিপাড়ার ইজাজ আহমেদ, রানার্স আপ হয় আশুগঞ্জের মোঃ রাকিব আহমেদ, তিত্বীয় হয় ইজাজুল হক রাব্বি ও চতুর্থ হয় মোঃ আল আমিন। বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও প্রাইজমানি প্রদান করা হয়। বিজয়ী খেলোয়ার জাতীয় প্রর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধিত্ব করবে।






Shares