Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান হিসেবে

আলহাজ্ব শফিকুল আলম এমএসসি’র শপথ গ্রহণ করালেন প্রধানমন্ত্রী

+100%-

2017ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান হিসেবে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল আলম এমএসসি শপথ গ্রহণ করেছেন। বুধবার সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আলহাজ্ব শফিকুল আলম এমএসসিসহ দেশের ৫৯ জেলার নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণশেষে প্রধানমন্ত্রীর সঙ্গে ফটোসেশনে যান জেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আলম এমএসসিসহ অন্যান্য জেলার চেয়ারম্যানবৃন্দ। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জাতীয় নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যানকে যেকোন প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান একটি গাড়ি বহরসহ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িতে যান। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। তিনি আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়র উদ্দেশ্যে রওয়ানা দিবেন বলে জানা গেছে। -খবর বিজ্ঞপ্তি


Shares