Main Menu

আতংক থেকেই খুনীরা শেখ রাসেলকেও হত্যা করেন—ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লুৎফুন্নাহার

+100%-

14628251_963426720446750_2087717394_n

ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লৎফুন্নাহার বলেছেন,শেখ রাসেল ছোটবেলাতেই ছিলেন ভীষণ মানব প্রেমিক এবং প্রাণী প্রেমিক। পড়াশুনার প্রতিও ছিলো তার অশেষ আকর্ষণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরী হয়ে উঠতে পারেন শেখ রাসেল সেই আতংক থেকেই খুনীরা শেখ রাসেলকেও হত্যা করেন। তিনি মঙ্গলবার বিকালে শহরের জেলা পরিষদ মিলনায়তনে শিশু একাডেমীর আয়োজনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ছবি আঁকা,আবৃত্তি প্রতিযোগীতা শেষে আলোচনা ও পুরস্কার বিরতণী পর্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইনের সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পি বাছির দুলালের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সম্পাদক কবি আবদুল মান্নান সরকার,প্রেসক্লাব সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী,শিশু একাডেমীর পরিচালনা পরিষদ সদস্য মো.মনির হোসেন,নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম। এর আগে জেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্ধোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লুৎফুন্নাহার।






Shares