Main Menu

আওয়ামীলীগের সম্মেলন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা আওয়মীলীগের মতবিনিময়

+100%-

দীর্ঘ ৮ বছর পর আগামীকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সম্মেলন। এ উপলক্ষ্যে শুক্রবার দুপুরে সম্মেলনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

এ সময় নেতৃবৃন্দ জানান, দুপুর ২ টায় শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করীম সেলিম এমপি। তারা জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্মেলন অনুষ্ঠানে সার্বিক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। সম্মেলনে তৃণমূলের নেতৃবৃন্দ থেকে একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে।


Shares