Main Menu

অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দিলেন সৈয়দ মিজানুর রেজা

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজার উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। গত সোমবার সকালে জেলা শহরের দক্ষিণ পৈরতলা তার নিজ বাড়ি থেকে এসব বিতরণ করেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সেমাই ও দুধ।

এসব খাদ্যসামগ্রী এলাকার কর্মহীন ও হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়।

এসময় সৈয়দ মিজানুর রেজা বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে অনেক পরিবারে সংকট দেখা দিয়েছে। তারা আজ অসহায়ত্ব নিয়ে জীবনযাপন করছে। এই অবস্থায় নিজের দায়িত্ববোধ থেকে নিজের সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করার চেষ্টা করছি। এই পরিস্থিতিতে সকলেরই উচিৎ এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো।


Shares