Main Menu

সনাতন ধর্মাবলম্ভীদের শুভ জন্মাষ্টমীর বিশাল র‌্যালীর উদ্বোধন অনুষ্ঠান

অসম্প্রদায়িক চেতনায় আওয়ামী লীগ সরকার সকল ধর্মালম্বীদের নিজ নিজ ধর্ম পালন নিশ্চিত করেছে:: জেলাপরিষদ চেয়ারম্যান

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জেলাপরিষদ চেয়ারম্যান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বলেছেন, আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনায় দেশে সকল ধর্মালম্বীদের স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন নিশ্চিত করেছে। একটি সাম্প্রদায়িক গোষ্ঠী দেশী ও বিদেশী চক্রান্তে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্ঠির অপচেষ্টা করছে। এই সম্পর্কে সকলকে সজাগ থাকার আহবান জানিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুজা উৎযাপন পরিষদের আয়োজনে আনন্দময়ী কালীবাড়ীতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর বিশাল র‌্যালীর শুভ উদ্বোধন ঘোষনা করেন। উদ্বোধনী বক্তৃতায় তিনি সমাগত সকলকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মিসেস হেলেনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার সোনাহার আলী, সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন, প্রফেসর অমৃত লাল সাহা, প্রফেসর বিভূতি ভূষন দেবনাথ, এডভোকেট মিন্টু ভৌমিক, যুমেশ রঞ্জন রায়, শুভাষ পাল, এডভোকেট প্রণব কুমার দাস ও খোকন কান্তি আচার্য্য সহ জেলা পুজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং কয়েক হাজার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর সনাতন ধর্মাবলম্ভী কয়েক হাজার নারী ও পুরুষের একটি সুশৃঙ্খল র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। প্রেসবিজ্ঞপ্তি


Shares