Main Menu

দিল্লির তাবলিগ সমাবেশে অংশ নেওয়া ৯৬০ বিদেশিকে কালো তালিকাভুক্ত করল ভারত

+100%-

দিল্লির মার্কাজ নিজামুদ্দিন মসজিদে আয়োজিত তাবলিগ জামাতের সমাবেশ অংশ নেওয়া ৯৬০ বিদেশিকে কালো তালিকাভুক্ত করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইতালি থেকে ভারতে আসা ১ হাজার ৩০০ তাগলিগ সদস্যকে খুঁজে বের করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কার্যালয় থেকে এক টুইটে বলা হয়েছে, ‘৯৬০ বিদেশিকে কালো তালিকাভুক্ত করেছে মন্ত্রণালয়। তারা পর্যটক ভিসা নিয়ে তাবলিগ জামাতের সমাবেশে অংশ নিয়েছিলেন। তাদের ভারতীয় ভিসাও বাতিল করা হয়েছে।’

এক সরকারি কর্মকর্তা এনডিটিভিকে জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং নিজেদের দেশে ফেরত পাঠানো হবে।

তিনি আরও জানান, বর্তমানে তাদের কেউ কেউ কোয়ারেন্টিনে আবার কেউ হাসপাতালে আছেন। চিকিৎসা শেষে ডিটেনশন সেন্টারে পাঠানো হবে এবং সেখান থেকে পরবর্তী আইনি কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, দিল্লির ওই তাবলিগ সমাবেশে অংশ নেওয়া ৫৫০ জনেরও বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ইতোমধ্যে সাত জনের মৃত্যু হয়েছে।






Shares