Main Menu

ত্রিপুরায় পালাবদল, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিজেপি

+100%-

এবারের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়েছিল গোটা ভারত। কারণ একটাই ভারতবর্ষের কোনো নির্বাচনে সরাসরি এই প্রথম বামেদের সঙ্গে মুখোমুখি লড়াই ছিল ভারতীয় জনতা পার্টির। দেশীয় রাজনীতিতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বামেদের জন্য ত্রিপুরার নির্বাচন মূলত ছিল অস্তিত্ব টিকিয়ে রাখার কঠিন চ্যালেঞ্জ। দীর্ঘ পঁচিশ বছর বিনা যুদ্ধে ক্ষমতায় আসীন বামফ্রন্টের ভোট পরবর্তী বডি ল্যাঙ্গুয়েজ থেকেই আঁচ পেয়েছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রত্যাবর্তনের অংকে ভুল করে ফেলেছে বামফ্রন্ট, যদিও হ্রীত্কম্প চেপে শেষের কয়েকটা দিন অতিবাহিত করেছে বামফ্রন্ট। ভোট মানেই বামেদের জয় আকাশজুড়ে লাল নিশান সেই দৃশ্য এই প্রথম দেখা যায়নি ৩রা মার্চ ২০১৮ তে, ধেয়ে আসা পদ্ম ঝড় ঠেকাতে মানিক বাবু একাই লাল দুর্গ সামলানোর চেষ্টা করেছেন, শেষ রক্ষা হলনা। রুদ্ধ কক্ষে বামেদের পরিণতির পর্যালোচনা অস্টমের স্বপ্ন অপমৃত্যুর, অন্যদিকে রাজ্যজুড়ে বি জে পি, আই পি এফ টি-র সভ্য সমর্থকদের বিজয় উল্লাস। মাটিতে পদ্ম আকাশে উড়ছে গেরুয়া আবির।আপাতত ক্ষমতায় বি জে পি জোট পাঁচ বছরের জন্য, আবার সিংহাসনের লড়াই পাঁচ বছর বাদে।






Shares