Main Menu

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য শেখ হাসিনার আম উপহার

+100%-

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ‘হাড়িভাঙ্গা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে উপহারের ৩০০ কেজি আম আখাউড়া সীমান্তে পৌঁছায়।

আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন এ তথ্য জানিয়েছে।

ত্রিপুরা রাজ্যে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন এ আম গ্রহণ করেন। পরে বিকেলে তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে আম হস্তান্তর করেন।

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপহারের আম গ্রহণ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় তিনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন।

বিপ্লব কুমার দেব ত্রিপুরার প্রসিদ্ধ কুইন ভ্যারাইটি আনারস প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে পাঠানোর ঘোষণা দেন।

এ সময় সহকারী হাইকমিশনারের সঙ্গে সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী উপস্থিত ছিলেন।






Shares