Main Menu

কাতারে নিয়োগকর্তার অনুমতি ছাড়াই দেশত্যাগ

+100%-

আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধি::  কাতারে এক্সিট পারমিট বা বর্হিগমন ছাড়পত্র (খুরুজিয়া) ছাড়া ছুটিতে বা স্থায়ীভাবে দেশে যেতে পারবেন কর্মরত বিদেশি শ্রমিক ও কর্মীরা। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি ৪ সেপ্টেম্বর এই বর্হিগমন ছাড়পত্র বা খুরুজিয়ার বাধ্যবাধকতা বাতিল করে নতুন আইনে অনুমোদন দিয়েছেন।

ফলে নতুন আইনে সংশোধনী যুক্ত হওয়ার পর থেকে কাতারে শ্রম আইনের অধীনে কর্মরত কর্মীরা দেশে যেতে চাইলে (কফিল) বা প্রতিষ্ঠানের মালিকের কোনো অনুমতি লাগবে না।

মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে কাতারই প্রথম বিদেশি কর্মীদের জন্য এমন সুযোগ করে দিল। আর এর ফলে দেশে যেতে নিয়োগকর্তার মর্জির উপর কর্মীদের নির্ভরতা আর থাকছে না।

কাতারের এই আইনকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।অন্যদিকে একাত্তাপোষণ করে স্বাগত জানিয়েছে কাতারস্থ বাংলাদেশ কমিউনিটি।






Shares