Main Menu

আগরতলায় নীতি ফোরামের বৈঠক অনুষ্ঠিত,ঢাকার সাথে সরাসরি বিমান চালানোর সিদ্ধান্ত

+100%-

ভারত সরকারের নীতি ফোরাম উত্তর-পূর্বাঞ্চলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলায়। মঙ্গলবার সকালে রাজ্য অতিথিশালা সোনারতরীর কনফারেন্স হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উত্তর-পূর্বাঞ্চলের রেল, বিমান, সড়ক, টেলি, ইন্টারনেট, তথ্য ও প্রযুক্তির মাধ্যমে কর্ম এবং শিল্প স্থাপন, কৃষি, পর্যটন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে কেন্দ্রীয় ডোনার মন্ত্রকের মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, আগরতলা–ঢাকার মধ্যে সরাসরি বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ব্যাপারে বেসরকারি একটি বিমান পরিবহণ সংস্থার সাথে আলোচনা করছে কেন্দ্রীয় সরকার। শীঘ্রই এই পরিষেবা চালু হবে বলে জানান কেন্দ্রীয় ডোনার মন্ত্রকের মন্ত্রী জিতেন্দ্র সিং।

এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান তথা নীতি ফোরামের চেয়ারম্যান ডঃ রাজীব কুমার, ভারত সরকারের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং, নীতি আয়োগের সিইও অমিতাভ কানত, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও, মেধালয়ের মুখ্যমন্ত্রী কে কে সাংমা, অরুণাচল প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী চওনা মেইন, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, অসম রাজ্যের পূর্ত দফতরের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য প্রমুখ।






Shares